বিশেষ প্রতিবেদন, ৯ জুলাই:
গত ২৪ ঘন্টায় দেশে সংক্রমণ কমলেও বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩ হাজার ৩৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৯১১ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিলো ৮১৭। গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৪৪ হাজার ৪৫৯ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৫৮ হাজার ৭২৭ জন। এখনও পর্যন্ত দেশে ৩৬ কোটি ৮৯ লক্ষ ৯১ হাজার ২২২ জন টিকা পেয়েছেন।
পাশাপাশি, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৯০ জন। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৯ জনের। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১০ হাজার ২০৮। পাশাপাশি, গত একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৪২৪ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৭.৭৮ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৯০ জন। গত ২৪ ঘন্টায় ৫১ হাজার ৩৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।