উদ্বেগ বাড়িয়ে দেশে ক্রমশ ঊর্ধ্বমুখী দৈনিক মৃত্যুর হার, রাজ্যে আক্রান্ত ৯৯৭ জন

বিশেষ প্রতিবেদন, ১০ জুলাই:

দেশের করোনা পরিসংখ্যানে এবার চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর হার। বেশ কয়েকদিন ধরে মৃত্যুর সংখ্যা হাজারের নিচে থাকলেও গত একদিনে অনেকটাই বেড়েছে এই সংখ্যা। শনিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪২ হাজার ৭৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২০৬ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৯১১। স্বাভাবিকভাবেই, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের আতঙ্কের মাঝে দৈনিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নতুন করে উদ্বেগ বেড়েছে। গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৪৫ হাজার ২৫৪ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৫৫ হাজার ৩৩ জন।

পাশাপাশি, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৯৭ জন। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৭ জনের। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১১ হাজার ২০৫। পাশাপাশি, গত একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৩৬ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৭.৮০ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৩০৪ জন। গত ২৪ ঘন্টায় ৫২ হাজার ৫৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *