রেড ভল্যান্টিয়ার্সদের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো সিঙ্গুরে

নিজস্ব প্রতিবেদক, ১১ জুলাই:

রবিবার সিঙ্গুর উত্তর রেড ভল্যান্টিয়ার্সদের উদ্যোগে এবং পিপলস্ রিলিফ কমিটি উত্তরপাড়া-কোতরং শাখার ব্যবস্থাপনায় সিঙ্গুরের বাগডাঙ্গা-ছিনামোড় গ্রাম-পঞ্চায়েতের আটিসাড়া গ্রামের পোস্ট অফিস সংলগ্ন বারোয়ারী তলায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ স্পন্দন নিয়োগী।

শিবিরে সংগঠনের পতাকা উত্তোলন করেন DYFI সিঙ্গুর উত্তর আঞ্চলিক কমিটির সভাপতি সুকাজল দাস। উপস্থিত ছিলেন DYFI সিঙ্গুর উত্তর আঞ্চলিক কমিটির সম্পাদক সুমন মাল, দক্ষিণ আঞ্চলিক কমিটির সভাপতি উজ্জ্বল খামারু, SFI হুগলী জেলা কমিটির সদস্য দীপ্তেশ মুখার্জী, প্রাক্তন যুবনেতা আব্দুল হাই, সৌমিত্র চ্যাটার্জী, অমর চন্দ্র, প্রভাত ব্যানার্জী, শুভাশীষ দাস, মিনহাজ আহমেদ ও বর্তমান ছাত্র-যুব নেতৃবৃন্দ। সভায় পিপলস্ রিলিফ কমিটির কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন উত্তরপাড়া-কোতরং শাখার সাধারণ সম্পাদক শান্তশ্রী চ্যাটার্জী। শিবিরে প্রায় ১৫০ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ স্পন্দন নিয়োগী ও ডাঃ সৌরভ বাগ। শিবিরে ECG, সুগার, প্রেসার ও অক্সিজেনের মাত্রা নির্ণয় করা হয়। শিবিরে সঙ্গীত পরিবেশন করেন মহিলা আন্দোলনের প্রবীন নেত্রী বিথী বন্দ্যোপাধ‌্যায় এবং স্বরচিত কবিতা পাঠ করেন সিঙ্গুরের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সিঙ্গুর বইমেলা কমিটির যুগ্ম সম্পাদকের অন্যতম জগন্নাথ বন্দ্যোপাধ্যায়।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *