Advertisement
সৌরভ আদক, সিঙ্গুর, ২৮ জুলাই :
উচ্চমাধ্যমিক পরীক্ষায় নম্বর কম আসার প্রতিবাদে মঙ্গলবার সিঙ্গুর মহামায়া হাইস্কুল মোড় অবরোধ করলো ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে উঠতে যে ইউনিট টেষ্টটি হয়েছিল তার প্রাপ্তমানের তালিকা প্রধান শিক্ষক ঠিক মতো পাঠাননি। যে কারণে রেজাল্টে ভুল প্রাপ্তমান দেখাচ্ছে। তারা এটাও জানায় যে, স্কুলের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া ছাত্রেরও প্রাপ্তমান কম এসেছে।
এদিকে, প্রধান শিক্ষক সম্প্রতি অবসর নেওয়ায় উপায় না পেয়ে অবরোধের রাস্তাই তারা বেছে নিয়েছে বলে দাবি করে ছাত্রছাত্রীরা। এদিন বেশকিছুক্ষণ অবস্থান বিক্ষোভ চলার পর পুলিশ এসে আন্দোলনকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে দেয়।