বিশেষ প্রতিবেদন, ২৮ জুলাই:
করোনা আবহে রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গেলেও সদ্যই প্রকাশিত হয়েছে দু’টি পরীক্ষার ফলাফল। মাধ্যমিকে পাশের হার ১০০ শতাংশ হলেও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরই রাজ্যের বিভিন্ন এলাকায় একাধিক কারণে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্রছাত্রীদের একাংশ। কখনও অসম্পূর্ণ রেজাল্ট, আবার কখনও নম্বর নিয়ে অভিযোগের ভিত্তিতে চলছে বিক্ষোভ। এবার নদীয়ার চাকদহের মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয়ে অসম্পূর্ণ রেজাল্টের কারণে স্কুলের ছাদে উঠে আত্মহত্যার হুমকি দিলো ৫ পড়ুয়া।
এই প্রসঙ্গে ছাত্রদের তরফে অভিযোগ করা হয়েছে যে, নির্দিষ্ট সময়ে প্রজেক্ট জমা দেওয়ার পাশাপাশি স্কুলের সাথে যোগাযোগ রাখলেও তাদের রেজাল্ট “ইনকমপ্লিট” আসে। যার জন্য তারা দায়ী করেছে স্কুলকেই। পাশাপাশি, এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কোনোরকম সাহায্য করছেন না বলেও অভিযোগ করে ছাত্ররা। যে কারণে স্কুলের ছাদে উঠে আত্মহত্যার হুমকি দিতে থাকে তারা। এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে যায় স্কুলে। পুলিশের পাশাপাশি উপস্থিত হন স্কুলের পরিচালন কমিটির সদস্যরাও। এদিকে, স্কুল মারফত জানা গিয়েছে যে, বিষয়টি দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।