বিশেষ প্রতিবেদন, ৪ আগস্ট:
এবার ল্যাপটপের দুনিয়ায় প্রবেশ করলো জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা Redmi। অতিমারীর পরিস্থিতিতে ছাত্রছাত্রী এবং “প্রফেশনাল”, উভয়ের ব্যবহারের জন্য সংস্থাটি ভারতে আনলো RedmiBook e-learning edition এবং RedmiBook Pro। সাধ্যের মধ্যে থাকা নতুন এই ল্যাপটপগুলি নিয়ে ইতিমধ্যেই আগ্রহ বেড়েছে টেকপ্রেমীদের মধ্যে। গত মঙ্গলবার ভারতে লঞ্চ হলো নতুন এই সিরিজের ল্যাপটপগুলি।
একনজরে দেখে নিন ল্যাপটপগুলির স্পেসিফিকেশন:
* এই সিরিজের দু’টি ল্যাপটপেই থাকছে ১৫ ইঞ্চির স্ক্রিন। এর মধ্যে RedmiBook e-learning edition-এ Intel এর 11th Gen Core i3 Tiger Lake প্রসেসর মিলবে। পাশাপাশি 256GB এবং 512GB SSD অপশন থাকছে এই এডিশনে। অপরদিকে, RedmiBook Pro তে ইন্টেলের 11th Gen Core i5 Tiger Lake প্রসেসর দেওয়া হয়েছে। এটি 8GB RAM এবং 512GB SSD-এর সাথে লঞ্চ করা হয়েছে।
* সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, এই সিরিজের ল্যাপটপগুলিতে ১০ ঘন্টার ব্যাটারি লাইফ রয়েছে। পাশাপাশি, এগুলিতে Windows 10 Home, MS Office 2019 এবং ফাইল ট্রান্সফারের জন্য Mi share দেওয়া হয়েছে।
* RedmiBook Pro তে দুটি 2W স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে। কানেকটিভিটর জন্য থাকছে Wi-Fi, Bluetooth v5.0-এর সাথে রয়েছে দুটি USB 3.2 Type-C, একটি USB 2.0, একটি HDMI পোর্ট এবং একটি অডিও জ্যাক।
* অনলাইন বিপণন সংস্থা ফ্লিপকার্ট এবং Redmi-র নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে নতুন এই সিরিজের ল্যাপটপগুলি। ভারতে RedmiBook Pro এর দাম রাখা হয়েছে ৪৯,৯৯৯ টাকা। পাশাপাশি, RedmiBook e-learning edition-এর দাম নির্ধারণ করা হয়েছে ৪১,৯৯৯ টাকা। অবশ্য 512GB স্টোরেজের দাম পড়বে ৪৪,৯৯৯ টাকা।