বিশেষ প্রতিবেদন, ১১ আগস্ট:
দেশের করোনা পরিসংখ্যানে দৈনিক সংক্রমণের ওঠানামা ক্রমশ স্পষ্ট হচ্ছে। গতকালই স্বস্তি বাড়িয়ে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এসেছিলো ২৯ হাজারের নীচে। কিন্তু বুধবার ফের লাফিয়ে বেড়েছে সংক্রমণের হার। তবে আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে দেশে ৩৮ হাজার ৩৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ২৮ হাজার ২০৪। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৪৯৭ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ৩৭৩। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮৬ হাজার ৩৫১। ১৪০ দিন পর এই সংখ্যাটাই এখন সর্বনিম্ন। ICMR-এর রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গতকাল ১৭ লক্ষ ৭৭ হাজার ৯৬২টি নমুনা পরীক্ষা হয়েছে।
এদিকে, গত একদিনে রাজ্যেও বেড়েছে সংক্রমণের হার। তবে, কমেছে মৃতের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭০০ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ৬৩৯। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ৬ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ১২। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৫ হাজার ৬৯৯। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৪৬ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.১৫ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৬৩ জন। গত ২৪ ঘন্টায় ৪৭ হাজার ১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।