বিশেষ প্রতিবেদন, ১৪ আগস্ট:
বেশ কয়েকদিন ধরেই Motorola-র নতুন স্মার্টফোন নিয়ে জল্পনা শুরু হয়েছিলো টেকপ্রেমীদের মধ্যে। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে ভারতের বাজারে আসতে চলেছে Motorola Edge 20 এবং Motorola Edge 20 Fusion। আগামী ১৭ আগস্ট লঞ্চ হতে চলেছে এই দু’টি স্মার্টফোন। ফোনটির থিকনেস মাত্র 6.99mm হওয়ায় “ভারতের সবথেকে পাতলা 5G ফোন”-এর তকমাও পেয়ে যাচ্ছে মোটোরোলার এই ফোন। অনলাইন বিপণন সংস্থা ফ্লিপকার্ট থেকে আপাতত পাওয়া যাবে ফোনগুলি।
একনজরে দেখে নিন ফোনগুলির স্পেসিফিকেশন:
* Motorola Edge 20-তে থাকছে Qualcomm Snapdragon 778G প্রসেসর। পাশাপাশি, Motorola Edge 20 Fusion ফোনে দেওয়া হয়েছে MediaTek Dimensity 800U প্রসেসর।
* Motorola Edge 20 স্মার্টফোনে HDR10+ AMOLED স্ক্রিন দেওয়া হচ্ছে, যার রিফ্রেশ রেট 144Hz। এদিকে, Motorola Edge 20 Fusion স্মার্টফোনে থাকছে 90Hz 10 বিটের AMOLED ডিসপ্লে। এছাড়াও এই ফোনে থাকছে কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 108MP।
* Motorola Edge 20 Fusion স্মার্টফোনটি সফ্টওয়্যারের দিক থেকে স্টক Android 11 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে। যা গ্রাহককে বিজ্ঞাপন এবং ব্লটওয়্যার মুক্ত UI সার্ভিস দিতে সক্ষম হবে। পাশাপাশি, এই ফোনে বিজনেস গ্রেড মোবাইল সিকিওরিটির জন্য Lenovo-র ThinkShield দেওয়া হচ্ছে।
* জানা গিয়েছে যে, Motorola Edge 20 ফোনটির 8GB RAM ও 128GB স্টোরেজ মডেলের দাম ভারতে 29,999 টাকা। অন্যদিকে, Motorola Edge 20 Fusion স্মার্টফোনের দাম শুরু হবে 21,499 টাকা থেকে। টপ মডেল অর্থাৎ 8GB RAM ও 128GB স্টোরেজের দাম হবে 23,999 টাকা।