প্রবল জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অলিম্পিকে সোনা জয়ী নীরজ চোপড়া

বিশেষ প্রতিবেদন, ১৮ আগস্ট:

প্রবল জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অলিম্পিকের মঞ্চ থেকে জ্যাভলিন থ্রোয়ে ভারতকে সোনা এনে দেওয়া “গোল্ডেন বয়” নীরজ চোপড়া। তাঁর পরিবারসূত্রে জানা গিয়েছে যে, গত মঙ্গলবার “সোনার ছেলে”কে স্বাগত জানানোর জন্য এক রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয় নীরজের গ্রামে। সেই অনুযায়ী দিল্লি থেকে গাড়ি করে পানিপথে আসতে সময় লেগে যায় প্রায় ৬ ঘণ্টা।

সেখানেই প্রচন্ড গরমে রীতিমতো কাহিল হয়ে পড়েন নীরজ। যার জেরে সংবর্ধনার মঞ্চে উঠেও নেমে আসতে বাধ্য হন তিনি। তারপরই শারীরিক অসুস্থতার কারণে নীরজকে ভর্তি করা হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, এখন নীরজের অবস্থা স্থিতিশীল। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৫ আগস্ট প্রধানমন্ত্রীর আমন্ত্রণে লালকেল্লায় উপস্থিত ছিলেন নীরজ। যদিও, তার আগের দিনই জ্বর আসে তাঁর। তবে, করোনা রিপোর্ট নেগেটিভ থাকায় ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে লালকেল্লায় গিয়েছিলেন তিনি।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *