মোবাইল গেমে আশক্তি! বিষ্ণুপুরে গুলি করে আত্মঘাতী যুবক

বিশেষ প্রতিবেদন, ১৯ আগস্ট:

আর পাঁচটা দিনের মতোই রাতে খাওয়াদাওয়া করে ঘুমোতে গিয়েছিলেন সবাই। ঘুমোতে গিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার চকনিতাইয়ের বাসিন্দা প্রদীপ বাগও(১৯)। কিন্তু, হঠাৎই একটা শব্দে চমকে ওঠেন সবাই! কিছু বোঝার আগেই প্রদীপের ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান প্রদীপের বাবা-মা। সঙ্গে সঙ্গে তাঁদের চেঁচামেচিতে ছুটে আসেন প্রতিবেশীরা।

প্রদীপের মৃতদেহের পাশে একটি রিভলবার দেখতে পান পরিবারের সদস্যরা। দেহ উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রদীপকে “মৃত” বলে ঘোষণা করা হয়। ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সকলেই। তবে, জানা গিয়েছে যে, মোবাইল গেমে প্রচণ্ডভাবে আশক্ত  ছিলো প্রদীপ। সারাদিনই প্রায় মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো সে। পাশাপাশি, প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার ফলেও এমন ঘটনা ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে, কিভাবে প্রদীপের কাছে অস্ত্র এলো এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন সকলে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *