রেললাইনে বসে মোবাইল গেমে মত্ত! ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের

বিশেষ প্রতিবেদন, ২৩ আগস্ট:

মোবাইল গেমের নেশায় বুঁদ হয়ে অসতর্কতার জেরে মৃত্যুর ঘটনার প্রসঙ্গ প্রায়ই উঠে আসে খবরের শিরোনামে। আরও একবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো রাজ্যে। রেললাইনে বসে মোবাইল গেমের নেশায় মত্ত হয়ে প্রাণ গেল ২ যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ধূমডাঙ্গি এলাকায়। রেললাইনে বসেই কানে হেডফোন নিয়ে মোবাইল গেম খেলার সময়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই যুবকদের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, ধূমডাঙ্গি এলাকার রেললাইনে বসে বেশ কয়েকজন যুবক গেমে মত্ত ছিল। সেইসময় একইসাথে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলে আসার ফলে দুর্ঘটনাটি ঘটে। রেল সূত্রে ওই দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর কথা জানানো হলেও স্থানীয়রা দাবি করেছেন যে, মোট চারজন যুবকের মৃত্যু হয়েছে এই ঘটনায়। পাশাপাশি, তাদের নাম এবং পরিচয় এখনও জানা যায়নি বলেও জানা গিয়েছে। এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *