বিশেষ প্রতিবেদন, ২৬ আগস্ট:
এবার যোগীরাজ্যে তৈরি হতে চলেছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। আগামী তিন বছরে ১০০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, কারখানা নির্মাণের সবুজ সংকেতও দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই প্রসঙ্গে, রাজ্য সরকারের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, “আগামী তিন বছরে ১০০-রও বেশি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। শীঘ্রই উৎপাদনকেন্দ্রের কাজ শুরু হবে। এর ফলে প্রতিরক্ষাক্ষেত্রে আরও অনেক সংস্থার উত্তরপ্রদেশে আসার পথ তৈরি হল।”
প্রসঙ্গত উল্লেখ্য, ব্রহ্মস এরোস্পেসের ডিরেকটর জেনারেল সুধীরকুমার মিশ্র ডিফেন্স করিডর প্রকল্পের জন্য প্রায় ২০০ একর জমি চেয়ে UPEIDA-এর সিইও ও অতিরিক্ত মুখ্যসচিবকে চিঠি দিয়েছিলেন। তারই প্রত্যুত্তরে জমির পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন সংস্থার কর্তারা। এদিকে, এই উৎপাদনকেন্দ্রের কাজ শুরু হলে উত্তরপ্রদেশে কর্মসংস্থানের পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়ন ঘটবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।