বিশেষ প্রতিবেদন, ৩০ আগস্ট:
গত বৃহস্পতিবার দুপুরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী নুসরত জাহান। সেখানে সদ্যোজাত ও মা দুজনেই সুস্থ আছেন বলে জানান চিকিৎসকরা। তারপর গত রবিবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা জানানো হলেও পরবর্তীকালে জানা যায় রবিবারের পরিবর্তে সোমবার হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন অভিনেত্রী। সেই মতো সোমবার সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন নুসরত জাহান।
এদিন, নুসরতের পুত্রসন্তান ঈশানকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বের হন যশ। পাশাপাশি, চালকের আসনে বসে নুসরত এবং ঈশানকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অভিনেতা। প্রসঙ্গত উল্লেখ্য, নুসরত-নিখিলের সম্পর্কে ছেদ পড়ার পরেই যশ এবং অভিনেত্রীর নতুন সম্পর্ক ঘিরে শুরু হয় জোর জল্পনা। এর আগেও বেশ কয়েকবার যশের সাথে সময় কাটাতে দেখা গিয়েছে নুসরতকে। হাসপাতালে থাকাকালীনও অভিনেত্রীর পাশাপাশি সদ্যোজাতের সর্বক্ষণ খেয়াল রাখতে দেখা যায় যশকে। স্বভাবতই যশরতের সম্পর্ককে ঘিরে ক্রমশ জল্পনা বাড়ছে অনুরাগীদের মধ্যে।