বিশেষ প্রতিবেদন, ৫ সেপ্টেম্বর:
গভীর জঙ্গলের খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ হারালেন এক মৎস্যজীবী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ব্যাঘ্র প্রকল্পের ঝিলার জঙ্গলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, মোট তিনজনের একটি দল সুন্দরবনের গভীর জঙ্গলের খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। সেখানে আচমকাই তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার। নৌকো থেকে দারিক মণ্ডল নামের এক মৎস্যজীবীকে তুলে নিয়ে যায় বাঘটি।
এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি ওই মৎস্যজীবীর। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের লাহিড়ীপুর গ্রামে। কার্যত বাকি দু’জনের চোখের সামনেই দারিককে তুলে নিয়ে যায় বাঘটি। কোনোমতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসতে সক্ষম হন দারিকের বাকি দু’জন সঙ্গী। এদিকে, ওই মৎস্যজীবীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে বন দফতর। পাশাপাশি, ওই মৎস্যজীবীদের দলটির গভীর জঙ্গলে ঢোকার অনুমতি ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।