ভয়াবহ বাইক দুর্ঘটনার সম্মুখীন হলেন তেলেগু অভিনেতা সাই ধরম তেজ, ভর্তি হাসপাতালে

নিজস্ব প্রতিবেদন, ১১ সেপ্টেম্বর:

ভয়াবহ বাইক দুর্ঘটনার সম্মুখীন হলেন তেলেগু অভিনেতা সাই ধরম তেজ। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের দুর্গমচেরুভু কেবল ব্রিজের উপর। জানা গিয়েছে যে, মাত্রাতিরিক্ত গতিতে স্পোর্টস বাইক চালাতে গিয়ে রাস্তায় থাকা কাদার কারণে বাইক স্কিড করে এই বিপত্তি ঘটেছে।

দুর্ঘটনাগ্রস্ত বাইক

সঙ্গে সঙ্গে অভিনেতাকে ভর্তি করা হয় হাসপাতালে। এই প্রসঙ্গে অ্যাপোলো হাসপাতালের তরফে জানানো হয়েছে যে, “অভিনেতা সাই ধরম তেজকে জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয় সড়ক দুর্ঘটনার পরে। তাঁকে প্রথমেই স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা করা হয়। পরে তাঁকে এখানে নিয়ে আসা হয়। এখনও পর্যন্ত তাঁর অবস্থা স্থিতিশীল। প্রাথমিকভাবে যা বোঝা গিয়েছে তাতে ব্রেন, স্পাইন অথবা অন্য কোনও গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি হয়নি। কলার বোন ফ্র্যাকচার হয়েছে এবং সফ্ট টিস্যু ইনজুরি রয়েছে।” পাশাপাশি, এখনই তার অস্ত্রোপচারের কোনো প্রয়োজন নেই বলেও জানা গিয়েছে। এদিকে, দুর্ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছে যান চিরঞ্জিবী, আল্লু অরবিন্দ, পবন কল্যাণ সহ একাধিক তারকা। চিকিৎসকদের সঙ্গে অভিনেতার শারীরিক অবস্থা নিয়েও আলোচনা করেন তাঁরা।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *