পুজোতেও নিম্নচাপের ভ্রুকুটি! অষ্টমী থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

বিশেষ প্রতিবেদন, ৭ অক্টোবর:

দেবীপক্ষের সূচনা হয়ে যেতেই চারদিকে সাজো সাজো রব। আর মাত্র কয়েকদিন পরেই শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠবে আপামর বাঙালি। প্রতিটি মণ্ডপেই তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি! তবে, এর মাঝেই দুর্যোগের খবর শোনালো হাওয়া অফিস। অষ্টমী থেকে দশমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

এই প্রসঙ্গে হাওয়া অফিস জানিয়েছে যে, আগামী রবিবার একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে উত্তর আন্দামান সাগরে। যার জেরে অষ্টমী, নবমী ও দশমীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে। ক্রমশ নিম্নচাপটি  ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে এগোবে বলে জানা গিয়েছে। তবে, মহালয়ার পর থেকেই বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই টানা বৃষ্টির জেরে রাজ্যে তৈরি হয়েছিল ভয়াবহ বন্যা পরিস্থিতি। এমনকি, ডিভিসির বিরুদ্ধে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগও করেছিলেন মুখ্যমন্ত্রী। এই আবহে দুর্গাপুজোর মধ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস মেলায় ফের জল যন্ত্রনায় পড়তে পারে রাজ্যবাসী।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *