Advertisement
বিশেষ প্রতিবেদন, ১৬ অক্টোবর :
বিজয়া দশমীর সাথে সাথেই সমাপ্ত হলো এই বছরের পুজো। বাপের বাড়ি থেকে ফের নিজের বাড়ির উদ্দেশ্যে পাড়ি দিলেন উমা। মন খারাপের মাঝেই তাই শুরু হলো ফের দিন গোনার পালা। এই বছরের মতো পুজো শেষ হলেও আগামী বছর কিছুটা এগিয়ে গিয়েছে পুজোর দিনক্ষণ।
সেপ্টেম্বরেই মাতৃপক্ষের শুরু হয়ে যাচ্ছে আগামী বছর। ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর হচ্ছে মহালয়া। অক্টোবরের শুরু থেকেই পুরোদমে শুরু হয়ে যাবে দুর্গাপূজা।
একনজরে দেখে নিন আগামী বছরের দুর্গাপূজা, লক্ষ্মীপূজা এবং কালীপূজার দিনক্ষণ:
* মহাপঞ্চমী – ৩০ সেপ্টেম্বর, শুক্রবার
* মহাষষ্ঠী – ১ অক্টোবর, শনিবার
* মহাসপ্তমী – ২ অক্টোবর, রবিবার
* মহাঅষ্টমী – ৩ অক্টোবর, সোমবার
* মহানবমী – ৪ অক্টোবর, মঙ্গলবার
* বিজয়া দশমী – ৫ অক্টোবর, বুধবার
* লক্ষ্মীপূজা – ৯ অক্টোবর, রবিবার
* কালীপূজা – ২৪ অক্টোবর, সোমবার
This page news fast update very good news in this city