বিশেষ প্রতিবেদন, ২১ অক্টোবর:
মৌমাছির ঝাঁকের কামড়ে প্রাণ হারালেন সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের এমএমসি’র কলোনিতে। মৃত ব্যক্তির নাম দুয়ারী প্রসাদ সিং (৭০)। তিনি একটি কারখানার অবসরপ্রাপ্ত আধিকারিক ছিলেন। জানা গিয়েছে যে, গত সোমবার বিকেলে তিনি নিজের একটি কাজে বাইরে বেরিয়ে ছিলেন। ফেরার পথে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের কাছে তাঁকে মৌমাছির একটি ঝাঁক আক্রমণ করে।
অতর্কিত এই আক্রমণ থেকে রেহাই পেতে প্রাণপণ চেষ্টা করেন ওই বৃদ্ধ। এমনকি দৌড়ে গিয়ে কোন উপায় না পেয়ে একটি নির্মীয়মান বাড়ির সংলগ্ন চৌবাচ্চায় ঝাঁপও দেন তিনি। কিন্তু, ততক্ষণে মৌমাছির কামড়ে জেরবার হয়ে পড়েছিলেন বৃদ্ধ। ওই সময়ে রাস্তা দিয়ে যাওয়া পথচারীদের মধ্যেও বেশ কয়েকজন কামড় খান মৌমাছির। শেষপর্যন্ত কোনোমতে ওই বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে মৃত্যু হয় তাঁর। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।