এবার আইপিএলে রণবীর-দীপিকা! নতুন দল কিনতে চান তারকা দম্পতি, দাবি সূত্রের

বিশেষ প্রতিবেদন, ২২ অক্টোবর:

চলতি মরশুমে ভারতের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলে আটটি দল থাকলেও আগামী মরশুম থেকে আইপিএল হতে চলছে দশ দলের। সেই অনুযায়ী, নতুন দু’টি দলের জন্য গত ৩১ আগস্ট দরপত্র আহ্বান করে বিসিসিআই। ইতিমধ্যেই, নতুন দলের জন্য সম্ভাব্য ক্রেতাদের দৌড় শুরু হয়েছে। এবার সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, সেই দৌড়ে নাম লেখাতে চলেছেন বলিউডের তারকা দম্পতি রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন। এই তারকা জুটি নতুন দু’টি আইপিএল দলের জন্য বিড করছেন বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই বোর্ড আইপিএলের দল কেনার জন্য ন্যূনতম ২০০০ কোটি টাকা মূল্য নির্ধারণ করেছে। এই প্রসঙ্গে একাধিক সংবাদমাধ্যম দাবি করছে যে, অন্য সংস্থার সঙ্গে যুক্ত হয়ে আইপিএলে দল কেনার চেষ্টা করছেন এই তারকা দম্পতি। সেক্ষত্রে, দেশের একঝাঁক বড়ো বড়ো সংস্থার সাথে দল কেনার প্রতিযোগিতায় নামতে হবে তাঁদের। প্রসঙ্গত উল্লেখ্য,
আইপিএলের নতুন দুটি দল কোন শহর থেকে আসতে চলেছে সেই বিষয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে। তবে, নতুন দল সংযুক্তির দৌড়ে এগিয়ে রয়েছে আহমেদাবাদ এবং লখনৌ।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *