বিশেষ প্রতিবেদন, ২ নভেম্বর:
রাজ্যের করোনা গ্রাফে সংক্রমণের ওঠানামা লেগেই রয়েছে। যদিও, নমুনা পরীক্ষার সংখ্যা একলাফে অনেকটাই কমে যাওয়ায় কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যাও। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় মাত্র ২৯ হাজার ১১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। যেখানে রবিবার এই সংখ্যাটা ছিল ৪৭ হাজার ৪১৭। স্বাভাবিকভাবেই, টেস্টের সংখ্যা কমে যাওয়ায় আক্রান্তের সংখ্যাও কমেছে রাজ্যজুড়ে। গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭২৫ জন। রবিবার এই সংখ্যাটা ছিল ৯১৪। শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ২০৫ জন।
গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ৮ জন। রবিবার এই সংখ্যাটা ছিল ১৫। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৪৯ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৯৩ হাজার ৬৩৩। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮৬৭ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ১৪৬ জন।