বিশেষ প্রতিবেদন, ১৯ নভেম্বর:
চলতি বছরে রাজ্যে শীত প্রবেশ করলেও দেখাতে পারছেনা তার দাপট! এর জন্য দায়ী অবশ্যই মাঝে মাঝে উদ্ভুত হওয়া নিম্নচাপ। যদিও, গত দু-তিন ধরে আকাশ পরিষ্কার থাকলেও শীতের তেমন প্রভাব লক্ষ পড়েনি। এই আবহের মাঝেই ফের একবার নিম্নচাপের পূর্বাভাস জানালো হাওয়া অফিস। যার ফলে রাজ্যে ফের বাধা পেতে চলেছে শীতের ঝোড়ো ইনিংস।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে যে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ থাকার কারণে আগামী সোমবার থেকে উপকূলীয় জেলার পাশাপাশি, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়েও হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তারপরে নিম্নচাপটি ক্রমশ অগ্রসর হবে তামিলনাড়ুর দিকে। এদিকে, নিম্নচাপের প্রভাবে পুবালি হাওয়ার দাপট ক্রমশ বাড়বে। যার জেরে জলীয়বাষ্পের কারণে মেঘলা আকাশ থাকায় তাপমাত্রাও বৃদ্ধি পাবে। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৫ ডিগ্রি সেলসিয়ার্স। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। পাশাপাশি, সর্বনিম্ন তাপমাত্রা হবে ১৯.১ ডিগ্রি এবং বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ থাকবে ৯৪ শতাংশ।