বিশেষ প্রতিবেদন, ২৩ ডিসেম্বর:
স্মার্টফোনের দুনিয়ায় এখন সবচেয়ে বেশি চিন্তার কারণ হল মোবাইল গেমের প্রতি আসক্তি। গেমের নেশায় বুঁদ হয়ে নিত্যনৈমিত্তিক দুর্ঘটনার খবর প্রায়ই শিরোনামে আসে। পাশাপাশি, গেমে আসক্তির জেরে বকাবকির ফলে আত্মহত্যার ঘটনাও নেহাত কম নয়। সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটলো বিধাননগরের দত্তাবাদ এলাকায়। জানা গিয়েছে যে, ফ্রি ফায়ার খেলায় তীব্র আসক্তি থাকার কারণে স্ত্রীকে বকাবকি করেছিলেন স্বামী। যার জেরে আত্মঘাতী হলেন সদ্য বিবাহিতা স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, মাস চারেক আগে বিয়ে হয় পিউ হাজরা এবং সঞ্জয় হাজরার। বিয়ের পরেই সঞ্জয় লক্ষ করেন যে, মোবাইল গেম ফ্রি ফায়ারের নেশায় বুঁদ হয়ে থাকতেন তাঁর স্ত্রী। এই নিয়ে রোজকার অশান্তিও চলত সংসারে। গত মঙ্গলবার সেই ঝামেলা চরমে পৌঁছয়। গেম খেলা নিয়ে পিউকে বকাবকি করেন তিনি। তারপর দুপুরবেলা কর্মসূত্রে বাইরে যান সঞ্জয়। সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রীকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন তিনি।
তৎক্ষণাৎ পিউকে উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে, এই ঘটনায় মৃতার বাপের বাড়ির লোকজন মেয়ের মৃত্যুর জন্য জামাইর বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করেন। তারপর সঞ্জয় হালদারকে গ্রেফতার করে পুলিশ। পুরো ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।