দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩৬! রাজ্যে আক্রান্ত পাঁচশো’র উপরেই

বিশেষ প্রতিবেদন, ২৪ ডিসেম্বর:

ওমিক্রন আতঙ্কের মাঝেই এবার নতুন করে দেশজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে করোনার ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ এবং মৃতের সংখ্যা। বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। বর্তমানে দেশে ২৩৬ জন নতুন এই স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫১৬ জন। বুধবার এই সংখ্যাটা ছিল ৫৩৪। এরমধ্যে গত একদিনে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ১৭৮ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ৮৮।

রাজ্যের করোনা বুলেটিন

পাশাপাশি, গত একদিনে রাজ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে ৬ জনের। বুধবার এই সংখ্যাটা ছিল ৮। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭০২ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ২৮ হাজার ৯৮০। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫১৯ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৪২ জন। গত একদিনে মোট ৩৬ হাজার ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *