দেশে সাড়ে ছ’শোর গন্ডী পেরিয়ে গেল ওমিক্রন আক্রান্তের সংখ্যা, কলকাতায় একদিনেই আক্রান্ত ৩৮২

বিশেষ প্রতিবেদন, ২৯ ডিসেম্বর:

বছরের শেষে ফের ভয় দেখাচ্ছে করোনা! দেশে ক্রমশ বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। পাশাপাশি রাজ্যেও রেকর্ড হারে বেড়েছে সংক্রমণ। ইতিমধ্যেই দেশজুড়ে ৬৫৩ জন আক্রান্ত হয়েছেন করোনার নতুন স্ট্রেনে। মহারাষ্ট্র এবং দিল্লিতে ঝড়ের গতিতে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৩৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।

দেশের করোনা পরিসংখ্যান

পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২৯৩ জন। আপাতত, দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ৭৫ হাজার ৪৫৬ জন। গত একদিনে দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৫০ জন। এখনও পর্যন্ত দেশে ১৪২  কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

দেশজুড়ে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা

এদিকে, রাজ্যে লাফিয়ে বেড়েছে সংক্রমণের হার। সোমবার যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৯, সেখানে মঙ্গলবার সেই সংখ্যা গিয়ে পৌঁছেছে ৭৫২ তে। পাশাপাশি, সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। গত একদিনে শুধুমাত্র এই জেলাতেই ৩৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ১০২।

রাজ্যের করোনা বুলেটিন

গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৩৩ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৩১ হাজার ৮১৭। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭২১ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৫৭ জন। গত একদিনে মোট ৩২ হাজার ১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *