বিশেষ প্রতিবেদন, ১০ মার্চ:
বেজি কাণ্ডে ফের অস্বস্তিতে পড়লেন টলিউডের অন্যতম অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার তাঁর গাড়ির চালক ভরত হাতিকে গ্রেফতার করা হল। জানা গিয়েছে যে, বুধবার তাঁকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেন বন দফতরের আধিকারিকরা। তারপরই গ্রেফতার করা হয় তাঁকে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি একটি বেজির সঙ্গে ছবি পোস্ট করেছিলেন শ্রাবন্তী। তবে, সেই ছোট্ট বেজিটির গলায় লাগানো ছিল একটি বকলস। পাশাপাশি, সেটি সংযুক্ত ছিল একটি মোটা চেনের সঙ্গে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী লেখেন, “আচমকা ছোট্ট বন্ধুটির সঙ্গে দেখা হল।”
এদিকে, এই ঘটনার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন নেটিজেনরা। এভাবে কোনো নিরীহ প্রাণীকে বেঁধে রাখা একদম উচিত নয় বলেই কমেন্ট করতে থাকেন তাঁরা। এমনকি, পরে বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯, ১১, ৩৯, ৪৮এ, ৪৯, ৪৯এ-র ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয় শ্রাবন্তীর বিরুদ্ধে।
যদিও, এই সংক্রান্ত সমন পেয়ে গত সোমবার প্রথমে অরণ্য ভবনে যান শ্রাবন্তী। তারপর ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেলে হাজির হন তিনি। জানা গিয়েছে শ্রাবন্তীর মাধ্যমেই ভরত হাতির খোঁজ পান তদন্তকারী আধিকারিকরা। নেপালগঞ্জের বাসিন্দা ভরতের বাড়ি থেকে উদ্ধারও করা হয় বেজিটিকে। তবে, ধৃত ভরত শ্রাবন্তীর ব্যক্তিগত গাড়ির চালক নন। যে গাড়িতে চেপে অভিনেত্রী শুটিংয়ে গিয়েছিলেন সেই গাড়িটি ভরত চালাতেন বলেই খবর পাওয়া গিয়েছে।