বিশেষ প্রতিবেদন, ২৯ মার্চ:
গত সোমবার কার্যত নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকে বিধানসভা। বিজেপি বিধায়কদের সঙ্গে বিধানসভার অন্দরেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল বিধায়করা। এমনকি, কার্যত রক্তাক্ত হয়ে ওঠে সেই পরিস্থিতি। তৃণমূল বিধায়ক অসিত মজুমদার অভিযোগ করে জানিয়েছিলেন যে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর নাক ফাটিয়ে দিয়েছেন। এমনকি, ভাঙা হয় চেয়ার এবং লাইটও।
যদিও, এই ঘটনার পরেই শুভেন্দু অধিকারী সহ আরও চার বিধায়ককে সাসপেন্ড করা হয়। এদিকে, বিজেপি দাবি জানিয়েছে যে, তাদের অন্তত ১৬ থেকে ১৭ জন আহত হয়েছেন। এমনকি, বিধায়ক মনোজ টিগ্গার পাঁজরের হাড় ভেঙে গিয়েছে বলেও জানা গিয়েছে। সেই কারণেই চিকিৎসার জন্য দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। এই প্রসঙ্গে মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা জানিয়েছেন, “গতকাল এক্স-রে করা হয়েছে। আপাতত এক আত্মীয়ের বাড়িতে রয়েছি। আজ সন্ধ্যায় দিল্লিতে যাব চিকিৎসার জন্য।”