নস্ট্যালজিয়ায় ভর করে এবার বড় পর্দায় সত্যজিৎ! অধীর আগ্রহে অপেক্ষায় দর্শকমহল

বিশেষ প্রতিবেদন, ২ মে:

প্রত্যেক বাঙালির কাছেই তিনি যেন এক আবেগ! তাঁর লেখা, কথা বলা, পরিচালনা, স্টাইল সবকিছুই পেয়েছে এক আলাদা মাত্র। এবার সেই নস্ট্যালজিয়ায় ভর করেই বড় পর্দায় এলেন সত্যজিৎ রায়। আর এই কিংবদন্তির ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা জিতু কমল। অনীক দত্ত পরিচালিত এই ছবির নাম দেওয়া হয়েছে “অপরাজিত”। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ছবির ট্রেলার।

 

আর সেখানেই সত্যজিৎকে সুনিপুণ ভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেতা জিতু। পাশাপাশি ছবিটিতে সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায়ের ভূমিকায় পাল্লা দিয়ে অভিনয় করেছেন অভিনেত্রী সায়নী ঘোষ। গোটা ছবিটিই তৈরি করা হয়েছে সাদা-কালোয়। সম্প্রতি প্রকাশিত ট্রেলার দেখে বোঝা গিয়েছে যে, গ্রাম বাংলা ও মানুষের বাস্তব জীবন নিয়ে সিনেমা বানাতে উদগ্রীব এক যুবকের ছবিতে নাচ-গান, নায়ক-নায়িকার প্রেম তথা রোমান্স নেই বলে প্রযোজকরা মুখ ফেরান সেই ছবি থেকে।

অবশেষে বহু পরিশ্রমের পর ছবি তৈরি হতেই তা জিতে নেয় সকলের মন। পাশাপাশি, তা স্বীকৃতি পায় বিশ্বের দরবারেও। ছবির নাম “পথের পদাবলী”। আর যিনি এই অসাধ্য সাধন করলেন তিনি হলেন বাঙালির আইকন সত্যজিৎ রায়। বাঙালির কাছে এই গল্প অত্যন্ত পরিচিত হলেও অনীক দত্তের ক্যামেরায় এবং জিতু কমলের অভিনয়ে সেই গল্পই এবার নতুন ভাবে ধরা দেবে আপামর দর্শকদের কাছে। ছবিটি আগামী ১৩ মে বড় পর্দায় মুক্তি পাচ্ছে। ইতিমধ্যেই “অপরাজিত”-কে ঘিরে বেশ আগ্রহ তৈরি হয়েছে সকলের মধ্যে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *