বিরোধী দলনেতার কনভয়ে ট্রাকের ধাক্কা! বড়সড় বিপদের হাত থেকে প্রাণে বাঁচলেন শুভেন্দু অধিকারী

বিশেষ প্রতিবেদন, ১ জুলাই:
রথযাত্রার দিনেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, আজ বিরোধী দলনেতার কনভয়ে হঠাৎই একটি ট্রাকের ধাক্কা লাগে। মূলত, শুভেন্দু অধিকারীর গাড়ির দেহরক্ষীর গাড়িতে আচমকাই ধাক্কা মারে ট্রাকটি।

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, রথযাত্রা উপলক্ষ্যে কাঁথির বাড়ি থেকে তমলুকের ইসকন মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর সেইসময়ই দুর্ঘটনার সম্মুখীন হয় তাঁর কনভয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার দুরমুঠের কাছে।

এদিকে, এই দুর্ঘটনার পরেই ওই ট্রাকটিকে ধাওয়া করতে থাকে পুলিশ। কিন্তু, ট্রাকটির এখনও খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে। পুরো ঘটনায় অল্পের জন্য রক্ষা পান শুভেন্দু অধিকারী। পাশাপাশি, এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলেও।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *