আজ রথযাত্রা! জেনে নিন মোট ১২ দিনের এই মহা অনুষ্ঠানে রয়েছে কি কি আয়োজন


বিশেষ প্রতিবেদন, ১ জুলাই:

করোনা মহামারীর রক্তচক্ষুকে কাটিয়ে চলতি বছরে মহাসমারোহে পালিত হচ্ছে রথযাত্রা। পাশাপাশি, এই উৎসবকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে সমগ্ৰ ওড়িশা জুড়ে। শুধু তাই নয়, করোনার ক্ষেত্রেও জারি করা হয়েছে একগুচ্ছ বিধিনিষেধ। উপসর্গ থাকলে এবার পুরীর মন্দিরে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও, উৎসবে অংশগ্রহণকারী সমস্ত পুণ্যার্থীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এমতাবস্থায়, প্রবল উৎসাহে চলছে জগন্নাথদেবের রথযাত্রা। মোট ১২ দিন ব্যাপী পুরীর এই রথযাত্রার উৎসবে সম্পন্ন করা হবে একাধিক আচার-অনুষ্ঠানের। বর্তমান প্রতিবেদনে সেই বিবরণ বিস্তারিত ভাবে তুলে ধরা হল।

১ জুলাই অর্থাৎ শুক্রবার রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। ৫ জুলাই পর্যন্ত গুণ্ডিচা মন্দিরেই থাকবেন তাঁরা। তারপর ৮ জুলাই পর্যন্ত থাকছে সান্ধ্য দর্শনের ব্যবস্থা। অর্থাৎ, এই তিনদিন যাবৎ জগন্নাথদেবের বিশেষ দর্শন পাবেন ভক্তরা। এই বিশেষ দিনগুলিতে ভিড় জমান হাজার হাজার পুণ্যার্থী। আগামী ৯ জুলাই অনুষ্ঠিত হবে বহুদা যাত্রা। ওই দিন পুরীর মূল মন্দিরে ফিরে আসবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা।

১০ জুলাই অর্থাৎ উৎসবের দশম দিনে রাজবেশে ভক্তদের সামনে উপস্থিত হবেন তাঁরা। পাশাপাশি, ১২ জুলাই অনুষ্ঠিত হবে আধারপান। ওইদিন ফল, দুধ, চিনি দিয়ে একটি বিশেষ ধরণের পানীয় তৈরি করে শুক্লা দ্বাদশীর দিন ওই পানীয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার সামনে অর্পণ করা হয়। তারপরেই অনুষ্ঠিত হয় নীলাদ্রি বিজে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *