Accident: মর্মান্তিক! সবংয়ে প্রতিবেশীর সৎকারে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দুই প্রৌঢ়ের

বিশেষ প্রতিবেদন, ২৬ নভেম্বর: এবার একটি মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) সবং। জানা গিয়েছে, সেখানে প্রতিবেশীর সৎকারে যাওয়ার পথে একটি ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই প্রৌঢ়। পাশাপাশি, ওই দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে আরও এক জনকে।

এই প্রসঙ্গে সবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই দুই প্রৌঢ়ের নাম হল কালীচরণ বাংরা (৫৬) এবং বাবলু বাগ (৫০)। এছাড়াও, গুরুতর আহত ব্যক্তিটির নাম হল সুদীপ্ত বাংরা। তাঁকে প্রথমে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

খবর অনুযায়ী, গত শুক্রবার পশ্চিম মেদিনীপুরের সবং থানার সাউতপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। ওইদিন সন্ধ্যে নাগাদ সাউতপাড়া এলাকায় এক ব্যক্তির মৃত্যু হয়। এমতাবস্থায়, তাঁর সৎকারে যাওয়ার পথে মোট ৩ জন ব্যক্তি বাইকে করে রওনা হয়েছিলেন। সেই সময়ে রাস্তায় উল্টো দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের সম্মুখীন হয় ওই মোটর বাইকটি। যার ফলে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন বাইকে থাকা ৩ আরোহী। শুধু তাই নয়, ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান দুই প্রৌঢ়।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *