Madhyamik Examination: পরীক্ষার ঠিক আগেই মাথায় পড়েছিল আস্ত ইট! হাসপাতালে বসেই মাধ্যমিক দিল আহত ছাত্র

বিশেষ প্রতিবেদন, ২৭ ফেব্রুয়ারি: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination)। এমতাবস্থায়, গত শনিবার অর্থাৎ পরীক্ষার তৃতীয় দিনে ছিল ভূগোল পরীক্ষা। তবে, ওই পরীক্ষার ঠিক আগেই আচমকাই মাথায় ইট পড়ে আহত হয় এক মাধ্যমিক পরীক্ষার্থী। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ওই আহত ছাত্রের নাম হল গৌতম নুনিয়া। পাঁচগাছিয়া আদর্শ বিদ্যালয়ের ছাত্র গৌতমের সেন্টার পড়েছে কন্যাপুর বেসিক হাইস্কুলে।

এদিকে, গত শুক্রবার গৌতম নুনিয়ার মাথায় ইট পড়ে যায়। এমতাবস্থায়, শনিবার সকালে তার পরিবারের সদস্যরা তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানেই পরীক্ষা করে দেখা হয় যে গৌতমের অবস্থা স্থিতিশীল রয়েছে। পাশাপাশি ওই ছাত্রের সিটি স্ক্যান করেও দেখা যায় স্নায়বিক কোনো সমস্যা নেই তার। এরপরই গৌতম হাসপাতালে থেকেই পরীক্ষা দিতে রাজি হয়। যার ফলে শিক্ষা দফতর ও প্রশাসনের তরফে জেলা হাসপাতালে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। শুধু তাই নয়, আলাদা কেবিনে পুলিশি প্রহরা এবং বোর্ডের ব্যক্তিদের উপস্থিতিতে আসানসোল জেলা হাসপাতালে পরীক্ষা দেয় গৌতম।

এদিকে, গৌতমের বাবা এই বিষয়ে জানিয়েছেন, “শুক্রবার গৌতম ঠিকঠাক ভাবে পরীক্ষা দিয়ে এলেও বাড়ির পাশেই দুর্ঘটনাবশত ওর মাথায় ইট পড়ে যায়। এই সময়টাতে পরীক্ষা চলছে বলে আর আমরা ঝুঁকি না নিয়ে তাকে সোজা হাসপাতালে নিয়ে আসি। আদৌ সে পরীক্ষা দিতে পারবে কি না সেই বিষয়ে বেশ ভয় লাগছিল। কিন্তু যেভাবে সবাই পাশে দাঁড়িয়ে আমার ছেলেকে পরীক্ষা দিতে সাহায্য করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।” পাশাপাশি, পরীক্ষা দিতে পেরে আনন্দিত গৌতমও। সে জানিয়েছে, “ভাবিনি যে আমি এই অবস্থায় পরীক্ষা দিতে পারব। তবে, প্রশাসন সেই ব্যবস্থা করে দেওয়ায় আমি খুব খুশি”। এদিকে, আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস জানিয়েছেন, “আপাতত ওই ছাত্রের অবস্থা স্থিতিশীল রয়েছে। আমরা তাকে আরও একটু অবজারভেশনে রেখে যাবতীয় পরীক্ষা নিরীক্ষাগুলো করব। সেইসব করার পরেই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ভাবনা চিন্তা করা হবে।”

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *