Abhishek Banerjee: দল নয়, এবার পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী বাছাই করবে কে? জানিয়ে দিলেন অভিষেক

বিশেষ প্রতিবেদন, ১৩ এপ্রিল: ইতিমধ্যেই আসন্ন পঞ্চায়েত ভোটকে (Panchayat Election) ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজ্য-রাজনীতি। পাশাপাশি, বিভিন্ন ইস্যুকে ঘিরে শাসক-বিরোধী তরজাও চরমে উঠেছে। ঠিক সেই আবহেই এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মূলত, পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থীর প্রসঙ্গে তিনি জানিয়ে দেন প্রার্থী কে হবেন, তা তৃণমূল ঠিক করবে না। বরং, তা নির্ধারণ করবেন জনগণ। এমনকি, খুব তাড়াতাড়ি সেই পদ্ধতি দেখা যাবে বলে জানান অভিষেক।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বুধবার বাঁকুড়ার ওন্দায় জনসভাতে উপস্থিত হয়ে অভিষেক এই প্রসঙ্গে জানান, ‘‘আপনারা হয়তো ভাবছেন তৃণমূল ঠিক লোককে দাঁড় করাবে কি না। এমনকি, সেই প্রার্থী ভবিষ্যতে ভালো কাজ করবে কি না। তবে, আপনারা জেনে রাখুন, পঞ্চায়েত ভোটের প্রার্থী কে হবেন তা কোনো নেতা ঠিক করবেন না। তা ঠিক করবেন আপনারা। আপনাদের পছন্দ করা প্রার্থীকেই বেছে নেওয়া হবে। দু’তিন দিনের মধ্যেই সেটা আপনারা দেখতে পাবেন।’’ এদিকে, এর আগে খড়্গপুরের জনসভা থেকে অভিষেক ঘোষণা করেছিলেন, পঞ্চায়েত ভোটে কেনো নেতার পছন্দের প্রার্থীকে টিকিট দেওয়া হবে না। বিশেষ করে “দুর্নীতিগ্রস্ত” বলে অভিযোগ রয়েছে এমন কারও পাশে দাঁড়াবে না দল।

বাঁকুড়ার জনসভাতেও অভিষেক সেই কথার পুনরাবৃত্তি করলেন। তিনি বলেন, ‘‘মানুষ যাঁকে বেছে নেবেন তৃণমূল তাঁরই পাশে থাকবে। তাঁকে প্রার্থী করেই জয়ী করবে। দলের সাধারণ সম্পাদক হিসাবে আজ আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা যাঁকে চাইছেন তাঁকেই প্রার্থী করবে তৃণমূল।’’ এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে বাঁকুড়ায় আশানুরূপ ফল করতে পারেনি শাসক দল। এমতাবস্থায়, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বাঁকুড়াতে নিজেদের হারানো জমি ফিরে পেতে চেষ্টা চালাচ্ছে তৃণমূল। পাশাপাশি, পঞ্চায়েত ভোটের মাধ্যমে আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব শুরু করার কথাও জানান অভিষেক। শুধু তাই নয়, কেন্দ্রের শাসক দল বিজেপিকে ভোট দিয়ে গত চার বছরে বাঁকুড়ার মানুষ কি পেয়েছেন সেই প্রশ্নও তুলেছেন তিনি।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *