Coronavirus: প্রায় আট মাস পরে নতুন রেকর্ড করোনার! একলাফে ১০ হাজার পেরোলো দৈনিক সংক্রমণ, শীর্ষে এই রাজ্য

বিশেষ প্রতিবেদন, ১৩ এপ্রিল: দেশে ফের একবার করোনার (Coronavirus) দাপট পরিলক্ষিত হচ্ছে। শুধু তাই নয়, সামগ্রিকভাবে দেশের করোনা পরিস্থিতি এবার বিপজ্জনক হওয়ার দিকেও এগোচ্ছে। ইতিমধ্যেই প্রায় সাড়ে সাত মাস পরে দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১০ হাজারের গন্ডি। এমনিতেই গত কয়েক সপ্তাহ ধরে ক্রমশ বাড়ছিল সংক্রমণের হার। তবে, এবার তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এমতাবস্থায় বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী ১০ থেকে ১২ দিন যাবৎ করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকবে। মূলত, এই মহামারী এখন এন্ডেমিক পর্যায়ে রয়েছে। এদিকে, আগামী ১০ থেকে ১২ দিন করোনার প্রভাব বৃদ্ধির সম্ভাবনা থাকায় অবশ্যই সতর্কও থাকতে হবে। ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে ফের শুরু হয়েছে মাস্কের ব্যবহার। স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৫৮ জন। এর আগের দিন এই সংখ্যাটা ছিল ৮ হাজারের কাছাকাছি।

পাশাপাশি, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যাও প্রতিদিন একটু একটু করে বাড়ছে। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা হল ৪৪ হাজার ৯৫৮ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় এই ভাইরাস প্রাণ কেড়েছে মোট ১৫ জনের। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, আপাতত দেশে করোনা সংক্রমণের নিরিখে সবচেয়ে উদ্বেগজনক জায়গায় রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘন্টায় সেখানে ১,২০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, প্রাণ হারিয়েছেন ৯ জন।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *