Bike Mileage: অতিরিক্ত তেল “খেয়ে নিচ্ছে” বাইক? মেনে চলুন এই ৫ টি টিপস, হু হু করে বাড়বে মাইলেজ

বিশেষ প্রতিবেদন, ১১ ফেব্রুয়ারি: কিনে ফেলেছেন নতুন বাইক (Motorcycle)। কিন্তু, কোম্পানির দাবির সঙ্গে মিলছে না বাস্তবের মাইলেজ (Mileage)? এমনকি, হাজার চেষ্টা করেও কিছুতেই কাঙ্ক্ষিত মাইলেজ মিলছে না? আসলে, বাইক কেনার পর অধিকাংশক্ষেত্রেই এই মাইলেজের বিষয়ে চিন্তিত হয়ে পড়েন অনেকে। এমনকি, সঠিকভাবে বাইক নির্দিষ্ট সময়ে সার্ভিসিং করালেও মাইজের সমস্যা থেকেই যায়। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে বাইকের মাইলেজ বৃদ্ধির প্রসঙ্গে এমন ৫ টি টিপস উপস্থাপিত করব, যেগুলি মেনে চললে হু হু করে বৃদ্ধি পাবে বাইকের মাইলেজ।

Follow these 5 tips to increase bike mileage

১. প্রথমেই জানিয়ে রাখি, বাইক চালানোর ক্ষেত্রে রাফ ড্রাইভিং করবেন না। কারণ, এটি সরাসরি বাইকের মাইলেজের ওপর প্রভাব ফেলে। তাই, স্বাভাবিক নিয়মে বাইক চালান এবং গতি অনুযায়ী সঠিক গিয়ার নির্বাচন করুন। এইভাবে বাইক চালালে মাইলেজ অনেকটাই বৃদ্ধি পাবে।

Follow these 5 tips to increase bike mileage

২. আপনি যদি বাইকে অতিরিক্ত লোড রেখে চালান সেক্ষেত্রে ইঞ্জিন প্রভাবিত হবে। যার প্রভাব সরাসরি বাইকের পারফরম্যান্সে প্রভাব ফেলবে। তাই, সবসময় মোটরসাইকেলের ক্ষমতা অনুযায়ী লোড রাখুন।

Follow these 5 tips to increase bike mileage

৩. বাইক চালানোর সময়ে সর্বদা ক্লাচ ও ব্রেক লিভার অল্প ব্যবহার করার চেষ্টা করুন। অর্থাৎ, শুধুমাত্র প্রয়োজন হলেই এগুলি ব্যবহার করুন। কারণ, এগুলি বার বার ব্যবহার করলে বাইকের মাইলেজ প্রভাবিত হয়। এমতাবস্থায়, এগুলির সঠিক ব্যবহারের মাধ্যমে আপনি আপনার বাইকের মাইলেজ সহজেই বাড়াতে পারবেন।

আরও জানুন: Paytm: Paytm Bank-এ রয়েছে অ্যাকাউন্ট? ফের নেওয়া হল বড় সিদ্ধান্ত, সতর্ক না হলেই পড়বেন চরম দুর্ভোগে

৪. পাশাপাশি সময়মতো বাইক সার্ভিসিং করান এবং বাইকের রক্ষণাবেক্ষণের প্রতি অবশ্যই যত্ন নিন। অন্যথায় বাইকের ইঞ্জিন সঠিকভাবে কাজ করবে না। যার প্রভাব পড়বে মাইলেজে। এছাড়াও, আপনার বাইকের চেইন, ইঞ্জিন ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নির্দিষ্ট সময় অন্তর তেল দেওয়ায় বিশেষ যত্ন নিন। কারণ, সঠিকভাবে পর্যাপ্ত পরিমাণে তেল দিলে বাইকের ইঞ্জিন, চেইন ইত্যাদি ভালোভাবে কাজ করে। ফলে বাইকের পারফরম্যান্স আরও মসৃণ হয়।

আরও জানুন: Saraswati Puja: সরস্বতী পুজোর আগে কেন খেতে নেই কুল? কারণ জানলে আপনিও ছোঁবেন না এই ফল

৫. এছাড়াও, বাইকের টায়ারের এয়ার প্রেশার ঠিক রাখতে হবে। তাই, এদিকে নজর দিন। পাশাপাশি, বাইকের এয়ার ফিল্টারটিও সময়মতো পরিষ্কার করা উচিত। কারণ, এয়ার ফিল্টারের মধ্যে বাতাসের দূষণ ও ধূলিকণা জমতে থাকে। যা প্রত্যক্ষভাবে ইঞ্জিনের কর্মক্ষমতাকে প্রভাবিত করে। আর এই বিষয়গুলি মাথায় রাখলেই বাইকের মাইলেজ বৃদ্ধি পাবে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *