Gold Price: ফের সোনার দামে হল বৃদ্ধি! পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও, জেনে নিন সর্বশেষ দর

বিশেষ প্রতিবেদন: সাম্প্রতিক সময়ে কার্যত লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সোনার দাম (Gold Price)। এমতাবস্থায়, দামি হচ্ছে রুপোও। বিয়ের মরশুমের আবহে সোনা-রুপোর এহেন দাম বৃদ্ধির জেরে চরম সমস্যায় পড়েছেন ক্রেতারা। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ইতিমধ্যেই সোনার দাম রীতিমতো রেকর্ড পর্যায়ে পৌঁছে গিয়েছে। চলুন, জেনে নিই বুধবার অর্থাৎ ৬ মার্চ, ২০২৪ তারিখে সোনা-রুপোর দাম ঠিক কোন জায়গায় রয়েছে?

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সোনা কেনাকাটার পাশাপাশি অনেকে এটিতে বিনিয়োগের প্রতিও আকৃষ্ট হন। তাই, বিনিয়োগের ক্ষেত্রে এটির দাম জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, প্রতিদিনই এই দামে হেরফের পরিলক্ষিত হয়। সোনার দামের পরিসংখ্যান অনুযায়ী দেখা গিয়েছে, গত ৫ মার্চ অর্থাৎ মঙ্গলবারের তুলনায় বুধবার এই দাম সামান্য বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বেড়েছে রুপোর দামও।

The price of gold and silver increased

কতটা বেড়েছে দাম: গত ৫ মার্চ অর্থাৎ মঙ্গলবার ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৫৯,৪৫০ টাকা। এদিকে, সমপরিমাণের সমমানের সোনার দাম বুধবার পোঁছেছে ৫৯,৪৬০ টাকায়। পাশাপাশি, আমরা যদি ২৪ ক্যারাট সোনার প্রতি ১০ গ্রামের দামের দিকে তাকাই সেক্ষেত্রে বুধবার এই দাম পৌঁছেছে ৬৪,৮৬০ টাকায়। মঙ্গলবার এই দাম ছিল ৬৪,৮৫০ টাকা।

আরও জানুন: Weather: “বসন্ত এসে গেছে….”, তবুও নিম্নমুখী তাপমাত্রা! সপ্তাহান্তে আবহাওয়ায় বড় বদল, কি জানাল হাওয়া অফিস?

রুপোর দামে বৃদ্ধি: গত মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, ওই দিন ১ কেজি রুপোর দাম ছিল ৭৪,৭০০ টাকা। কিন্তু, বুধবার ওই সমপরিমাণের রুপোর দাম বেড়ে হয়েছে ৭৪,৮০০ টাকা।

আরও জানুন: Mahashivratri: ৮ নাকি ৯ মার্চ? কবে মহাশিবরাত্রি? জেনে নিন পুজোর সঠিক তারিখ ও শুভ সময়

এদিকে, সোনার ক্রমবর্ধমান দামের পরিপ্রেক্ষিতে বিপাকে পড়েছে গয়না ব্যবসায়ীরাও। এতটা দাম বৃদ্ধির জেরে কেনাকাটা যথেষ্ট প্রভাবিত হবে বলেই মনে করছেন তাঁরা। পাশাপাশি, চৈত্র মাস পড়তে আর বেশি দেরি নেই। অর্থাৎ, তখন বিয়ের মরশুমও আর থাকবে না। এমতাবস্থায়, ব্যবসায়ীদের একাংশ দাবি করেছেন যে, সোনার দাম ৬০,০০০ টাকা ছাড়ানোর পরেই ক্রেতাদের মধ্যে বাড়ির গয়না বিক্রি করে বা পুরোনো গয়না নতুন নকশায় গড়িয়ে নেওয়ার ঝোঁক বেড়েছিল। এমতাবস্থায়, সামগ্রিকভাবে এখন বাজার কোন দিকে যাবে তা বুঝতে পারছেন না ক্রেতা থেকে শুরু করে বিক্রেতারাও।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *