India: হয়ে যান সতর্ক! ভারতের ৩০০ ব্যাঙ্কে আচমকাই সাইবার হামলা, মাথায় হাত গ্রাহকদের

বিশেষ প্রতিবেদন, ২ অগাস্ট: বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে দেশের (India) ব্যাঙ্কিং ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তিগত উন্নতি ঘটেছে। এদিকে, UPI-র ব্যবহার শুরু হওয়ার পর থেকে টাকা লেনদেনের বিষয়টিও অনেকটাই সহজ হয়েছে। তবে, প্রযুক্তি আসার সাথে সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে সাইবার হামলার ঘটনাও। যা এখন রীতিমতো চিন্তা বাড়িয়ে দিয়েছে সবার। সম্প্রতি ভারতীয় ব্যাঙ্কগুলিতে নতুন করে সাইবার হামলা ঘটেছে বলে জানা গিয়েছে।

ভারতের (India) ৩০০ ব্যাঙ্কে আচমকাই সাইবার হামলা:

যার ফলে দেশের (India) প্রায় ৩০০ টি ব্যাঙ্কের পেমেন্ট সিস্টেম যথেষ্টভাবে প্রভাবিত হয়েছে। শুধু তাই নয়, অনলাইন পেমেন্ট থেকে শুরু করে ব্যাঙ্কিং কাজকর্মেও এর প্রভাব পড়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মূলত র‌্যানসমওয়্যার আক্রমণের জেরেই এই ঘটনা ঘটেছে। যার জেরে প্রভাবিত ব্যাঙ্কিং সিস্টেমগুলিকে সাময়িভাবে বন্ধ করে দিতে হয়।

Sudden cyber attack on 300 banks in India.

তবে, এখনও পর্যন্ত এই সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে ভারতের (India) কেন্দ্রীয় ব্যাঙ্ক তথা RBI (Reserve Bank Of India) কোনও প্রতিক্রিয়া জানায়নি। যদিও, এই সাইবার হামলার ফলে দেশে স্থিত ছোট ব্যাঙ্কগুলিতে প্রযুক্তি সিস্টেম সরবরাহকারী সি-এজ টেকনোলজিস। প্রভাবিত হয়েছে বলে জানা গিয়েছে। গত বুধবার রাতেই এই বিষয়টির ইঙ্গিত মিললেও রাত্রিবেলায় ব্যাঙ্কে কাজের চাপ কম থাকায় বৃহস্পতিবার সকালেই ব্যাঙ্কিং আওয়ার চালু হওয়ার সাথে সাথে বিষয়টি ভালোভাবে নজরে আসে।

আরও জানুন: Bike Mileage: অতিরিক্ত তেল “খেয়ে নিচ্ছে” বাইক? মেনে চলুন এই ৫ টি টিপস, হু হু করে বাড়বে মাইলেজ

মূলত, দেশের (India) যেসমস্ত ব্যাঙ্ক SBI এবং TCS-এর যৌথ উদ্যোগ সি-এজ টেকনোলজিসের ওপর নির্ভরশীল। সেগুলির পরিষেবা ব্যাহত হয়। সূত্রের খবর অনুযায়ী, বিগত দু’দিন ধরে এই সমস্যার সম্মুখীন হয়েছে সি-এজ টেকনোলজিস। সিস্টেমে ব্রিচ ধরা পড়ায় বড় পেমেন্ট সিস্টেম রক্ষায় সি-এজ সিস্টেমকে বিচ্ছিন্ন করতে হয়েছে। এর পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতাও অবলম্বন করতে হয়েছে।

আরও জানুন: Fish: প্রতিদিন মাছ না হলে পারেন না খেতে? অজান্তেই ডাকছেন বড় বিপদ, পড়বেন গভীর অসুখে

এদিকে, বৃহস্পতিবার পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে, দেশের (India) ছোট ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যাঙ্কিং কার্যক্রম একটা সময়ে বন্ধ হয়ে যায়। এর পাশাপাশি ATM থেকেও টাকা তুলতে না পারার অভিযোগ সামনে এনেছিলেন গ্রাহকেরা। এদিকে, UPI-র মাধ্যমে টাকা ট্রান্সফারের ক্ষেত্রেও পড়তে হয় সমস্যায়। সূত্রের খবর অনুযায়ী, দেশের কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে শুরু করে গ্রামীণ অঞ্চলের ব্যাঙ্কগুলির গ্রাহকরা এই সমস্যার পরিপ্রেক্ষিতে সঠিক পরিষেবা থেকে বঞ্চিত হন।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *