বিশেষ প্রতিবেদন, ৩ অগাস্ট: বর্তমান সময়ে সমগ্র বিশ্বের ক্রীড়াপ্রেমীদের চোখ রয়েছে অলিম্পিকের (Olympic 2024) দিকে। ২০২৪-এর প্যারিস অলিম্পিকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেছেন। তবে, এবারের অলিম্পিক একেবারে প্রথম দিক থেকেই বিভিন্ন কারণের জেরে বারংবার উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যদিও, এবার যা ঘটল তা চমকে দেবে সবাইকেই।
অলিম্পিকে (Olympic 2024) আচমকাই জ্ঞান হারালেন সাঁতারু:
প্যারিস অলিম্পিকে (Olympic 2024) এবার কার্যত ফিরল তিন বছর আগের ইউরো কাপের স্মৃতি। যেখানে ডেনমার্কের ফুটবলের ক্রিশ্চিয়ান এরিকসন আচমকাই জ্ঞান হারিয়েছিলেন। ঠিক সেই ঘটনারই পুনরাবৃত্তি হয়ে অলিম্পিকে পারফরম্যান্সের পর জ্ঞান হারালেন স্লোভিকিয়ার সাঁতারু। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মেয়েদের ২০০ মিটার সাঁতারের হিটে সাঁতার শেষ হওয়ার পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাঁতারু তামারা পোতোকা।
এদিকে, জ্ঞান হারিয়ে মাটিতেও লুটিয়ে পড়েন তিনি। এমতাবস্থায়, তাঁর কাছে মেডিক্যাল টিম দ্রুত এসে পৌঁছয় এবং তামারার মুখে লাগিয়ে দেওয়া হয় অক্সিজেন মাস্ক। তৎক্ষণাৎ শুরু করে দেওয়া হয় তাঁর চিকিৎসাও। ঘটনাটির পরিপ্রেক্ষিতে জানানো হয়েছে যে, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন স্লোভিকিয়ার ওই সাঁতারু।
প্রসঙ্গত উল্লেখ্য যে, অসুস্থ হওয়ার আগে প্যারিসের লা ডিফেন্স এরিনাতে তিনি ২০০ মিটারের সাঁতার শেষ করেন। সেখানে সপ্তম স্থানে শেষ করায় তামারা পোতোকা পৌঁছাতে পারেননি সেমিফাইনালে। জানা গিয়েছে, পোতোকা শেষ করেছেন ২ মিনিট ১৪.২০ সেকেন্ডে। তারপরই আচমকাই সংজ্ঞা হারান স্লোভাকিয়ার সাঁতারু। যদিও, পোতোকার ঠিক কেন অসুস্থ হয়ে পড়লেন, সেই বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও তথ্য না পাওয়া গেলেও তাঁকে যেভাবে অক্সিজেন মাস্ক দিয়ে স্ট্রেচারে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হল, সেই দৃশ্য দেখে আতঙ্কিত হয়েছেন প্রত্যেকেই। এমতাবস্থায়, সকলেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।