এবার করোনায় আক্রান্ত হলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি

বিশেষ প্রতিবেদন, ১৫ ফেব্রুয়ারি

দেশজুড়ে করোনার টিকাকরণ শুরু হলেও এখনও আক্রমন চালিয়ে যাচ্ছে অদৃশ্য এই ভাইরাস। এবার করোনায় আক্রান্ত হলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি। গত রবিবার ভদোদরায় একটি জনসভায় অংশ নেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই মঞ্চে উঠে বক্তৃতা দেওয়ার সময় আচমকা মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি হেলিকপ্টারে করে তাঁকে নিয়ে যাওয়া হয় আহমেদাবাদের এক সরকারি হাসপাতালে।

জানা গিয়েছে যে, সোমবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। চিকিৎসকরা জানিয়েছেন, মৃদু উপসর্গ রয়েছে তাঁর শরীরে। পাশাপাশি, ইসিজি, সিটি স্ক্যান-সহ তাঁর সমস্ত রিপোর্টই ঠিকঠাক রয়েছে বলে জানা গিয়েছে।

 

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *