ফের বঙ্গসফরে অমিত শাহ, কাকদ্বীপ থেকে উদ্বোধন করবেন পরিবর্তন যাত্রার

 

বিশেষ প্রতিবেদন, ১৬ ফেব্রুয়ারি

ফের বঙ্গসফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে যে, ১৮ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন তিনি। দলীয় সূত্রে খবর, ওইদিন তিনি সাগরের কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে নামখানার মাঠে জনসভা করবেন। একইসাথে কাকদ্বীপ থেকে কলকাতা জোনের বিজেপির পরিবর্তন যাত্রার উদ্বোধনও করবেন তিনি। কাকদ্বীপে এসে সুব্রত বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন তিনি। সুব্রতবাবু শরণার্থী। তিনি বাংলাদেশ থেকে এসে কাকদ্বীপে বসবাস করছেন।

এদিকে, সোমবার শাহের সভাস্থল পরিদর্শন করতে যান কৈলাস বিজয়বর্গীয়। সেখানে গিয়ে তিনি দলীয় নেতাদের সঙ্গে কথাও বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভা ঘিরে কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে সমগ্র এলাকাকে।

 

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *