বিশেষ প্রতিবেদন, ১৮ ফেব্রুয়ারি:
পুরোনো শিবিরে আবারও ফিরলেন শাকিব। বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসানকে কিনে নিয়ে “ঘরের ছেলেকে ঘরে ফেরালো” কলকাতা নাইট রাইডার্স। ৩.২০ কোটি টাকায় শাকিবকে কিনল কেকেআর৷ ফলে ব্যাটিংয়ের পাশাপাশি কেকেআরের বোলিং বিভাগও মজবুত হল। শাকিব ফিরে আসায় কেকেআর সমর্থকরাও আনন্দিত হয়েছেন। শাকিব ছাড়াও আজকের নিলামে ছিলেন আরও ৪ বাংলাদেশি ক্রিকেটার। তাঁরা হলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
পাশাপাশি, আইপিএলের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটারের তকমা পেলেন দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস। ১৬.২৫ কোটি টাকায় তাঁকে কিনে নিয়ে রেকর্ড তৈরি করল রাজস্থান রয়্যালস৷ প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে আইপিএলের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার ছিলেন যুবরাজ সিং৷ তাঁর দর উঠেছিল ১৬ কোটি টাকা৷ এদিকে, প্রথমবার নিলাম অনুষ্ঠানে পাওয়া গেল শাহরুখ পুত্র আরিয়ানকে৷ তাঁর সঙ্গেই ছিলেন জুহি চাওলার মেয়ে জাহ্নবীও৷
Nice