বিশেষ প্রতিবেদন, ১৮ ফেব্রুয়ারি:
পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি এখন নিত্যদিনের ঘটনা। টানা ১০ দিন বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। বৃহস্পতিবারও পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করেছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি। এদিন প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৩৪ পয়সা এবং ৩২ পয়সা। গত ন’দিনে কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ২.৪৮ টাকা এবং ডিজেলের দাম বেড়েছে ২.৮৩ টাকা। তার সঙ্গে আজ আবার নতুন করে দাম বাড়ায় আরও বিপদে পড়েছে সাধারণ মানুষ।
এদিকে, এই মূল্যবৃদ্ধির প্রসঙ্গে আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই পরিস্থিতির জন্য “পূর্বসূরী”দের দায়ী করেছেন তিনি। প্রধানমন্ত্রীর অভিযোগ, জ্বালানি তেলের চাহিদা পূরণে আমদানি নির্ভরতা কমানোর জন্য আগের সরকারগুলি কোনও পদক্ষেপ করেনি। অথচ ভারতের মতো একটি দেশে এই ক্ষেত্রে প্রবল সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৬৪.৫০ ডলার ছাড়িয়েছে। গত ১ ফেব্রুয়ারি ওই দাম ছিল ৫৫ ডলার।