ব্রিগেডের সমাবেশে এসে নিখোঁজ ২ জন, পুলিশের দ্বারস্থ হল পরিবার

বিশেষ প্রতিবেদক, ১ মার্চ:

গত ২৮ ফেব্রুয়ারি ঐতিহাসিক ব্রিগেড সমাবেশে যোগ দিয়েছিলেন কয়েক লক্ষ মানুষ। সেই সমাবেশেই যোগ দিতে এসে নিখোঁজ হয়ে গেলেন ২ জন। জানা গিয়েছে, ব্রিগেডের সভা শেষে হদিশ পাওয়া যাচ্ছিল না ১২ জনের। পরে ১০ জনকে খুঁজে পাওয়া গেলেও এখনও নিখোঁজ দু’জন। তাঁদের মধ্যে একজন প্রৌঢ় এবং একজন কিশোর রয়েছেন।

সূত্র মারফত জানা গিয়েছে, নিখোঁজ প্রৌঢ়ের নাম রফিকুল। তিনি আমডাঙার বাসিন্দা। অপরদিকে, নিখোঁজ কিশোরের নাম সৌরভ দে। তার বাড়ি কলকাতার নারকেলডাঙায়। ব্রিগেডের সমাবেশের পর কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও এখনও বাড়ি ফেরেননি এই দু’জন। ইতিমধ্যেই বাম নেতৃত্বের তরফে এই বিষয়ে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিখোঁজদের পরিবারের সদস্যরাও দ্বারস্থ হয়েছেন পুলিশের। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বাম ছাত্র সংগঠনের ডাকা নবান্ন অভিযানে গিয়ে এখনও নিখোঁজ রয়েছেন পাঁশকুড়া থানার বাহারপোতা গ্রামের বাসিন্দা দীপক পাঁজা। এখনও খোঁজ মেলেনি তাঁর। এরই মাঝে ব্রিগেডের সমাবেশে এসে নিখোঁজ হলেন আরও দু’জন।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *