নিজস্ব প্রতিবেদক, ২ মার্চ:
ভোটের আগে আবারও খবরের শিরোনামে ভাঙ্গড়। এবার বোমা ও অস্ত্র রাখার অভিযোগে চার আইএসএফ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড় থানার সুনদিয়া এলাকায়। জানা গিয়েছে, বারুইপুরের ডিএসপি ক্রাইমের কাছে গোপন সূত্রে খবর আসে যে, আইএসএফ কর্মী জিয়ারুল মোল্লা ওরফে ঝন্টুর বাড়িতে বিস্ফোরক মজুত রয়েছে। সেইমতো সোমবার রাতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে প্রচুর পরিমাণে বোমা তৈরির মশলা, বিস্ফোরকসহ একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পাওয়া গিয়েছে । যদিও মূল অভিযুক্ত জিয়ারুলের খোঁজ মেলেনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে, পুলিশ জিয়ারুলের বাবা জলিল মোল্লা সহ আরও ৪ জনকে গ্রেফতার করেছে।
বাকি ধৃতদের নাম জাহাঙ্গির মোল্লা, মফিজুল মোল্লা এবং রবিউল শেখ। সূত্র মারফত জানা গিয়েছে, রবিবারের ব্রিগেড সমাবেশের পরই আইএসএফ কর্মীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের অশান্তিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙ্গড়। পাশাপাশি, কয়েকজন আইএসএফ কর্মীর বিরুদ্ধে ভাঙ্গড়ের দুর্গাপুর পঞ্চায়েতে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেই পুলিশ গোপনসূত্রে এই বোমা ও অস্ত্র মজুত রাখার ব্যাপারে জানতে পারে। এদিকে, নির্বাচনের আগে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জিয়ারুলেরও খোঁজ চালাচ্ছে পুলিশ।