বিশেষ প্রতিবেদক, ৪ মার্চ:
বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত হল দার্জিলিংয়ের অন্যতম পুরোনো এবং ঐতিহ্যবাহী হোটেল “শাংগ্রিলা”।বৃহস্পতিবার দুপুর পৌনে বারোটা নাগাদ হোটেলের রেস্তোরাঁ থেকে ধোঁয়া বেরোতে দেখতে পান হোটেল কর্মীরা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলকে। হোটেলের নিজস্ব অগ্নি নির্বাপন যন্ত্রাংশ দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করা হলেও পরে দমকলের দু’টি ইঞ্জিনের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তীব্রতা বেশি থাকায় ঐতিহ্যবাহী এই হোটেলটির অর্ধেকেরও বেশি অংশ পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার ফলে স্বভাবতই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
এই ঘটনায় হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও জানা গিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। এমনিতেই হোটেলটি বেশ পুরোনো এবং “হেরিটেজ” হিসেবেও স্বীকৃতি পেয়েছে। তাই, দার্জিলিং-এর এই ঐতিহ্যবাহী হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মন খারাপ পর্যটকদেরও। এদিকে, দমকলকর্মীরা প্রাথমিকভাবে অনুমান করছেন যে, গ্যাসের সিলিন্ডারের পাইপ ফেটেই এই ঘটনা ঘটেছে। তবুও আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।