রবিবার প্রধানমন্ত্রীর ব্রিগেডে উপস্থিত থাকছেন মিঠুন চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদক, ৬ মার্চ :

ভোটের নির্ঘন্ট প্রকাশিত হয়েছে আগেই। শনিবার প্রথম দু’দফার প্রার্থী তালিকাও প্রকাশ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এমতাবস্থায়, নির্বাচনের ঠিক প্রাক্কালে রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে “হাই ভোল্টেজ” জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই জনসভায় উপস্থিত থাকছেন “সুপারস্টার” মিঠুন চক্রবর্তী। মিঠুনের উপস্থিতির কথা জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। তবে মিঠুন বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

ভোটের আগে ব্রিগেডে প্রধানমন্ত্রীর এই জনসভাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব। কোনো দিকেই খামতি রাখতে চাইছেনা তারা। ইতিমধ্যে “ব্রিগেড চলো স্লোগান’’ ও প্রধানমন্ত্রীর ছবিতে মুড়ে ফেলা হয়েছে গোটা কলকাতা। পাশাপাশি, কলকাতা ও শহরতলির সমর্থকদের আনতে ২৫-৩০ হাজার বাস বুক করা হয়েছে। বুক করা হয়েছে ততোধিক গাড়িও। এমনকি জানা যাচ্ছে যে, উত্তরবঙ্গ থেকে সমর্থক আনতে তিনটি ট্রেন ভাড়া করা হয়েছে দলের পক্ষ থেকে। তাঁদের জন্য একাধিক ধর্মশালা এবং হোটেল বুক করা হয়েছে। এদিকে, এই জনসভাকে ঘিরে ব্রিগেডের নিরাপত্তার দায়িত্বে থাকছে বিশাল পুলিশবাহিনী। ড্রোন দিয়েও চালানো হবে নজরদারি। স্বাভাবিকভাবেই রবিবারের ব্রিগেড যে “জমজমাট” হতে চলেছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *